আজো সেই চাঁদটা আসে রাতে | Ajo Sei Chadta Ase Rate Lyrics। “আজো সেই চাঁদটা আসে রাতে গজল লিরিক্স” গোজল গেয়েছেন সুরাইয়া আক্তার সাইফা। এই গজল লিরিক্স লিখেছেন নুমান আবদুর রহিম। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
গীতিকার- শোহাগ চৌধুরী
তুমি- এস এম মঈনুল ইসলাম
গায়ক- সুরাইয়া আক্তার সাইফা:
শামছুল আলম বকুল প্রধান: মাহবুব মুকুল
আজো সেই চাঁদটা আসে রাতে গজল লিরিক্স
আজও সেই চাঁদ টা আসে রাতে
আজও তারারা মিতালি
গরে চাঁদের সাথে
আজও সেই চাঁদ টা আসে রাতে
আজও তারারা মিতালি
গরে চাঁদের সাথে
শুধু মা আসেনা মা আসেনা
মা আসেনা শুধু মা আসেনা
আমাকে গল্প শোনাতে
আমাকে গল্প শোনাতে
আজও সেই চাঁদ টা আসে রাতে
আজও তারারা মিতালি
গরে চাঁদের সাথে
শুধু মা আসেনা মা আসেনা
মা আসেনা শুধু মা আসেনা
আমাকে গল্প শোনাতে
আমাকে গল্প শোনাতে
আসে সাজানো বাগান
মিথি আছে সে খর
মা শুধু নেই পাশে রয়েগেছে পর
আসে সাজানো বাগান
মিথি আছে সে খর
মা শুধু নেই পাশে রয়েগেছে পর
ঘুম ভাঙ্গা দুটি খোখ
শুধু অভিমান করে
মা কেন আসেনা ঘুম পারাইতে
আজও সেই চাঁদ টা আসে রাতে
আজও তারারা মিতালি
গরে চাঁদের সাথে
আসে যখন এ মিনার
ওতে আজানের সুর
মন টা হয়ে জায় বেদোনা বিথুর
আসে যখন এ মিনার
ওতে আজানের সুর
মন টা হয়ে জায় বেদোনা বিথুর
বলে নাতো কেউ
আজ ছিওরে দাড়িয়ে
ঘুম ছেরে যা মা মকতবে তে
আজও সেই
চাঁদ টা আসে রাতে
আজও তারারা মিতালি
গরে চাঁদের সাথে
শুধু মা আসেনা মা আসেনা
মা আসেনা শুধু মা আসেনা
আমাকে গল্প শোনাতে
আমাকে গল্প শোনাতে
আমাকে গল্প শোনাতে
আমাকে গল্প শোনাতে
সমাপ্ত