ঐ যে আকাশ চন্দ্র তারা Oi ja AkashChando Tara Lyrics | “ঐ যে আকাশ চন্দ্র তারা গজল লিরিক্স” গোজল গেয়েছেন সাদমান সাকিব, সাইম আল হাসান ও তারিক বিন আজাদ। এই গজল লিরিক্স লিখেছেন সাইফ মুহাম্মদ সালমান। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song: Oije Akash
Singer: Sadman Sakib, Saim Al Hasan and Tarik Bin Azad
Lyrics & Tune: Saif Muhammad Salman
Sound Design: Samiul Islam
Video Director: Abu Taher
Production: Tune Hut
Gfx: Abu Taher
Management: Saim Al Hasan Official
ঐ যে আকাশ চন্দ্র তারা গজল লিরিক্স
ঐ যে আকাশ চন্দ্র তারা
সাগর পাহার আর ঝন্যা ধারা
নদি চলে একে বেকে দুর বহু দুর
মন মাতানো আহা কল কল সুর
কে দিয়েছে কে দিয়েছে
কে দিয়েছে কে দিয়েছে
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
ঐ যে আকাশ চন্দ্র তারা
ঐ গাছ গাছালি ঐ পাখ পাখালি
কার নামে গায় ওরা কার গিতালি
ঐ গাছ গাছালি ঐ পাখ পাখালি
কার নামে গায় ওরা কার গিতালি
খুজব তারে খুজব তারে
আল্লাহ মহান সেজে আর কেহ নয়
ঐ যে আকাশ চন্দ্র তারা
সাগর পাহার আর ঝন্যা ধারা
নদি চলে একে বেকে দুর বহু দুর
মন মাতানো আহা কল কল সুর
কে দিয়েছে কে দিয়েছে
কে দিয়েছে কে দিয়েছে
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
ঐ যে আকাশ চন্দ্র তারা
এই সবুজ বনে ঐ ফুল বাগানে
কার নামে মোউ মোউ কুন জরনে
এই সবুজ বনে ঐ ফুল বাগানে
কার নামে মোউ মোউ কুন জরনে
খুজব তারে খুজব তারে
আল্লাহ মহান সেজে আর কেহ নয়
ঐ যে আকাশ চন্দ্র তারা
সাগর পাহার আর ঝন্যা ধারা
নদি চলে একে বেকে দুর বহু দুর
মন মাতানো আহা কল কল সুর
কে দিয়েছে কে দিয়েছে
কে দিয়েছে কে দিয়েছে
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
আল্লাহ মহান আল্লাহ মহান
সমাপ্ত