ও মদিনার মাটিরে|O Modinar Matire Lyrics। “ও মদিনার মাটিরে” গোজল গেয়েছেন জুবায়ের আহমেদ তাশরিফ। এই গজল লিরিক্স লিখেছেন ******। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song : O Modinar Matire
Singer : Jubayer Ahmad Tashrif Video & Audio Recoding: NEHAL Live tv
Singer : Jubayer Ahmad Tashrif Video & Audio Recoding: NEHAL Live tv
ও মদিনার মাটিরে গজল লিরিক্স
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
ও মদিনা রে তোর বুকে এমন নবি
যার লাগি পাগল হবই
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন
ও মদিনা রে তোর বুকে এমন নবি
যার লাগি পাগল হবই
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন
ভাবি আমি সারাক্ষনে
কখন জাবো সেখানে
সহেনা সহেনা আমার পরানে
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
ও মদিনার মাটি রে
পাখি যদি হইতাম আমি
উড়ে উড়ে যেতাম আমি
থাকত না মনে কোনো জাতনা
ও মদিনার মাটি রে
পাখি যদি হইতাম আমি
উড়ে উড়ে যেতাম আমি
থাকত না মনে কোনো জাতনা
দেয় না এই পাখা রে
সাথে নাই টাকা রে
কেমন কেমনে যাব সেইখানে
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
ও মদিনার মাটি রে
তোর কাছে গেলে আমি
কত সুখের হতান জানি
তোরে আমি বোঝাবো কেমনে
ও মদিনার মাটি রে
তোর কাছে গেলে আমি
কত সুখের হতান জানি
তোরে আমি বোঝাবো কেমনে
রওজা মোবারক গিয়ে
নবীজিকে সালাম দিয়ে
বলি তাম বলে বলি তাম
বলে মনের বাসনা
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
ও মদিনার মাটি রে
সকল সুক বুঝি তোর কপালে
সমাপ্ত