ক্ষমা করে দিও|Khoma kora dio Lyrics। “ক্ষমা করে দিও” গোজল গেয়েছেন জাইমা নূর। এই গজল লিরিক্স লিখেছেন আবুল আলা মাসুম। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
গান: ক্ষমা করে দিও
কথা ও সুর: আবুল আলা মাসুম
শিল্পী: জাইমা নূর
কম্পোজ : মুসাদ্দিক
স্টুডিও: চন্দ্রালোক
পরিচালনা: শেখ নজরুল
সম্পাদনা: শামছুল আলম বকুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
ক্ষমা করে দিও গজল লিরিক্স
আমি যদি কোন ভুল করে থাকি
আমি যদি কোন ভুল করে থাকি
ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
আমার এ কাজ আমার এ গান
আমার সাংস্কৃতিক অভিযান
যা কিছু সব তোমার জন্য
তুমি ভালো জানো রব
ভুল কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
কিবতে ডালে ভরে বহু দান ভর করে
ভুল ভাজে ছেড়েছে যে কাটা
মালিক তোমার ধারে আহত হৃদয়
আর দাঁড়িয়ে দেখো কান্নাটা
ছোট আমার মন বোঝেনি এ আচরণ
ছোট আমার মন বোঝেনি এ আচরণ
মন থেকে মুছে দাও কত অনুভব
ভুল কিছু হয়ে গেলে ক্ষমা
করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
হয়তো কখনো আর এ
পথে হবে না দেখা
ভালোবেসে দিলে যারা আদোয়ার
অবিচার রেখে দিও দোয়ার ঝর্ণাধারা
রবের ভালোবাসা ছোয়া
হয়তো কখনো আর এ
পথে হবে না দেখা
ভালবেসে দিলে যার আধো আর
অবিচল রেখে দিও দোয়ার ঝর্ণাফারা
রবের ভালোবাসা ছোঁয়া
রবের ভালোবাসা সোয়া
ইফকের ঘটনায় মা আয়েশা তখন
কষ্ট পেয়েছিল কতটা কিছুটা
বুঝেছি আমি তোমার পথে নেমে
সহজ নয় তো সব ফুল এদের ফোঁটা
ইফকের ঘটনায় মা আয়েশা তখন
কষ্ট পেয়েছিল কতটা কিছুটা
বুঝেছি আমি তোমার পথে নেমে
সহজ নয় তো সব ফুল এদের ফোঁটা
কবুল করো মালিক
আমার এই ছমঘাম
কবুল করো মালিক
আমার এই ছমঘাম
কবুল কর ফুল পাতা পলরব
ভুল কিছু হয়ে গেলে
ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
ক্ষমা করে দিও তুমি রব
সমাপ্ত