গোলাপের পাপড়ি গান লিরিক্স | Golaper Papri ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ song Lyrics

গোলাপের পাপড়ি | Golaper Papri Lyrics। “গোলাপের পাপড়ি” গোজল গেয়েছেন গোগন সাকিব। এই গজল লিরিক্স লিখেছেন রায়ান রিয়াজ। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

গোলাপের পাপড়ি গান লিরিক্স| Golaper Papri ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ song Lyrics

গজল সম্পর্কে তথ্য
SONG- GOLAPER PAPRI(গোলাপের পাপড়ি)
চকলেট | CHOCOLATE
LYRICS & TUNE- RAIYAN RIAZ
SINGER- GOGON SAKIB
MUSIC – MUNSHI JEWEL
DOP,EDIT,COLOUR – SEZAT KHAN
ASSISTANT DIRECTOR – YAKUB RUHANY
MAKEUP – MD SUJON
POSTER- SM MOMEN
STARRING- GOGON SAKIB & AKHI

গোলাপের পাপড়ি গান লিরিক্স

তুমি কি ফেলে দিয়েছো
গোলাপের পাপড়িগুলো
আমি আজও ফেলতে পারি না
তুমি কি ভুলে গিয়েছো
চকলেটের ঐ দিন গুলো
আমি আজও ভুলতে পারিনা
তুমি নাকি অন্যের সাথে
চ্যাটিং করে রেখে রাত কাটাও
তুমি নাকি রোজ বিকেলে
অন্যের দেওয়া চকলেট খাও
তুমি নাকি অন্য কাউকে
মেসেঞ্জারে ঘুম পাড়াও
হলে সকাল তাকে আবার
তুমি গুড মর্নিং জানাও
তুমি নাকি অন্যের সাথে
চ্যাটিং করে রেখে রাত কাটাও
তুমি নাকি রোজ বিকেলে
অন্যের দেওয়া চকলেট খাও
কত সন্ধ্যা বেলাতে আমি সিটি বাজিয়ে
তুমি আসলে বারান্দায় আমি যেতাম লুকিয়ে
কত সন্ধ্যা বেলাতে আমি সিটি বাজিয়ে
তুমি আসলে বারান্দায় আমি যেতাম লুকিয়ে
প্রিয় মানুষ তোমার নাম নিক নাম দিয়েছিলাম
স্কুলের ওই রাস্তাতে রোজ দাঁড়িয়ে থাকতাম
তুমি নাকি অন্যের সাথে
চ্যাটিং করে রেখে রাত কাটাও
তুমি নাকি রোজ বিকেলে
অন্যের দেওয়া চকলেট খাও
তুমি নাকি অন্য কাউকে
মেসেঞ্জারে ঘুম পাড়াও
হলে সকাল তাকে আবার
তুমি গুড মর্নিং জানাও
তুমি নাকি অন্যের সাথে
চ্যাটিং করে রেখে রাত কাটাও
তুমি নাকি রোজ বিকেলে
অন্যের দেওয়া চকলেট খাও
তুমি নাকি অন্য কাউকে
মেসেঞ্জারে ঘুম পাড়াও
হলে সকাল তাকে আবার
তুমি গুড মর্নিং জানাও
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *