ঘুম ঘুম চোখে Ghum Ghum Chokhe Lyrics। “ঘুম ঘুম চোখে” গোজল গেয়েছেন ইমরান মাহমুদুল। এই গান লিরিক্স লিখেছেন জামাল হোসেন । আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song: Ghum Ghum Chokhe | ঘুম ঘুম চোখে Singer: Imran Mahmudul Lyrics: Jamal Hossain Tune, Music and Programming: Imran Mahmudul Additional Programming: Tonmay Mahabubul Mix & Master : Imran Mahmudul Label: Rangon Music Release Date: 23-07-2022
ঘুম ঘুম চোখে গান লিরিক্স
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারিনা
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তূই তোরই তুলনা
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারিনা
মন ছুটে গেলে তোকে না পেলে
কিছুই লাগেনা ভালো এ আমার কি যে হলো
মন ছুটে গেলে তোকে না পেলে
কিছুই লাগেনা ভালো এ আমার কি যে হলো
মন পড়ে রই তোরই মাঝে কেন তা জানি না
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারিনা
ঝুম বৃষ্টি এলে তোর ছবিটা তুলে
মনেরই দেয়ালে রাখি খুব খেয়াল
ঝুম বৃষ্টি এলে তোর ছবিটা তুলে
মনেরই দেয়ালে রাখি খুব খেয়াল
মরে যাবো তোর এক ইশারায়
বলে শুধু দেখ না
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারিনা
ঘুম ঘুম চোখে দেখি আমি তোকে
কি যে ভালো লাগে বোঝাতে পারিনা
তুই নে বুঝে নে রেখে মাথা রেখে
আমার এই বুকে বলতে পারিনা
সমাপ্ত
Watch now live