চলে যাবো একদিন গজল লিরিক্স | Chole Jabo Ekdin Gojol Lyrics

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

গজল সম্পর্কে তথ্য
Song: Chole Jabo Ekdin
Singer: Ahnaf Khalid
Lyric: Hossain Noor
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Video Director: Ajharul Islam Jahid
চলে যাবো একদিন গজল লিরিক্স |  Chole Jabo Ekdin Gojol Lyrics

চলে যাবো একদিন গজল লিরিক্স

একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে
মানে না তো মন

একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে
মানে না তো মন ।

এ ভাবে আমিও চলে যাবো একদিন
আমার এই দেহখানি হবে অচেতন
ইখলাস ফাতিহা পাঠিয়োগো তোমরা
কখনো আমায় যদি করে স্মরণ।



একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে
মানে না তো মন ।

জড়িয়ে ভালোবাসার সুখকর স্মৃতি
দূষণীয় দিকগুলো ভেবেনিও প্রীতি
জড়িয়ে ভালোবাসার সুখকর স্মৃতি
দূষণীয় দিকগুলো ভেবেনিও প্রীতি

আমায় দেয়ার যদি ভালোবাসা থাকে
সেই উপহার যেন নাজাতের কারণ
একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে
মানে না তো মন

থাকে যদি হৃদয়ে অভিমান জমা
মিনতি করি আমি,করে দিও ক্ষমা
থাকে যদি হৃদয়ে অভিমান জমা
মিনতি করি আমি,করে দিও ক্ষমা

দখিনা হাওয়ায় সুরের ও ধ্বনি
কানে কানে পৌঁছে আমার কথন
একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে

মানে না তো মন
একে একে চলে যায় কত প্রিয়জন
বুকে ভাসে কেঁদে কেঁদে
মানে না তো মন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *