ছেলে তোর কোকরা কোকরা চুলে গান লিরিক্স | Sele Tor Kokra Kokra Cule song Lyrics | Vallage Song Lyrics

ছেলে তোর কোকরা কোকরা চুলে গান লিরিক্স | Sele Tor Kokra Kokra Cule Lyrics “ছেলে তোর কোকরা কোকরা চুলে ” গান গেয়েছেন সুমি শবনম গীতিকার এই গান লিরিক্স লিখেছেন আকরাম হোসেন। ভাল্লাগে গান লিরিক্স | আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

ছেলে তোর কোকরা কোকরা চুলে গান লিরিক্স।Sele Tor Kokra Kokra Cule song Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song Name: Vallage ( ভাল্লাগে ) Chele Tor Preme Porar Karon

Vocal: Sumi Shabnam
Lyricis & Tune: MD. Akram Hossain
Music: Sojib
Cast: Nayan Babu, Momo & Others Cinematographer: Sani Khan
Edit & Color: S.M. Tushar

ছেলে তোর কোকরা কোকরা চুলে গান লিরিক্স

ছেলে তোর কোকরা কোকরা
চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে
তোর কোকরা কোকরা
চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে
আমায় ভালো লাগে
সেই ঢেউ খেলা দেখিতে
আমায় ভালো লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিরির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিরির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে
বড়ই ভালো লাগে
সেই ধোয়া দেখিতে
বড়ই ভালো লাগে
আরে লাল ভেলি কে
চোখেমুখে সু মন্ত সু
জাদুর কাঠি হাতে
নিয়ে দিলাম তোরে ফু
চাঁদের বুড়ি থুর
থুরিয়া চরকা কাটে না
আবোল তাবোল ভাব
ধরিলে ফেশাল যে হয় না
বন্ধুরে তোর হাতে ধরি
আমার মাথা খা
ভলকি বাজি ছারান
দিয়া ভালো হয়ে যা
হাতে বালা গলায়
মালা কানে দিয়া দুল
বুক খোলা শাট পড়িয়া
পকেটে নাও ফুল
মোরগের মাথায় মতোকাটিং
মারো চুল বন্ধু হে
ম্যান হলে ঢাকনার
মতো হাতে পড় ঘড়ি
পকেটে থাকে না তোমার
কোনো কানা করি
গলার চিল্লাও মুরগির মত
গোঁফে মার কাট বন্ধু হে
ছেলে তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ
ওই শ্যামলা গালে কালো
দাগি ভালো লাগে
ওই শ্যামলা গালে কালো
দাগি ভালো লাগে
খুসির মতো চশমা
পরে এদিক ওদিক চাও
ভুল ভাবে মাঝে মাঝে
ইংলিশ এ গান গাও
মাইয়াদের ছবি লাগাইয়া
ফেসবুকে চালাও বন্ধু হয়ে
বাপেরও হোটেলে খাইয়া
বাইক নিয়ে ঘুর
সুন্দরী মাইয়া দেখলে
মুচকি হাসি মার
কুজো হয়ে হেঁটে ভাব
লাগতেছে ফিটফাট বন্ধু হে
ছেলে তোর নেশা নেশা চোখে
যেন আগুন জলে বুকে
ওই নেশা নেশা চোখে
যেন আগুন জলে বুকে
সেই আগুনে পুড়তে
আমার ভাল লাগে
সেই আগুনে পুড়তে
আমার ভাল লাগে
ছেলে তোর কোকরা কোকরা
চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে
তোর কোকরা কোকরা
চুলে যেন সমুদ্রে ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে
আমার ভালো লাগে
সেই ঢেউ খেলা দেখিতে
আমার ভালো লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিরির ধোয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিরির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে
বড়ই ভালো লাগে
সেই ধোয়া দেখিতে
বড়ই ভালো লাগে
সেই ধোয়া দেখিতে
আমার ভালো লাগে
ওই শ্যামলা গালে কালো
দাগি ভালো লাগে
সেই আগুনে পুড়তে
আমার ভাল লাগে
সেই ঢেউ খেলা দেখিতে
আমার ভালো লাগে।
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *