জীবনের শ্রেস্ঠ সময় গজল লিরিক্স |Jiboner Srestho Somoy Gojol Lyrics

 জীবনের শ্রেস্ঠ সময় |Jiboner Srestho Somoy 
Lyrics। “জীবনের শ্রেস্ঠ সময়” গোজল গেয়েছেন হোসেন আদনান। এই গজল লিরিক্স লিখেছেন আনিস আনসারী। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ



জীবনের শ্রেস্ঠ সময় গজল লিরিক্স |Jiboner Srestho Somoy Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য

Song : iboner Srestho Somoy 

Singer : Husain Adnan 
Lyric & Tune : Anis Ansari 
Sound Design : Shafin Ahmad 
Video Director : Abu Taher 
Label : Tarana Records


             জীবনের শ্রেস্ঠ সময় গজল লিরিক্স 
জীবনের শ্রেষ্ঠ সময়
জীবনের শ্রেষ্ঠ সময়
বন্ধু আর মিলবে না
এই সুযোগ হারাইও না
এই শুধু আর পাবেনা
এই সুযোগ হারাইও না
কারো ফান্দে পরিয়া
সারাটা জীবন যাবে 
কান্দিয়া কান্দিয়া
সারাটা জীবন যাবে 
কান্দিয়া কান্দিয়া
জীবনের শ্রেষ্ঠ সময়
জীবনের শ্রেষ্ঠ সময়
বন্ধু আর মিলবে না
এই সুযোগ হারাইও না
এই শুধু আর পাবেনা
এই সুযোগ হারাইও না
কারো ফান্দে পরিয়া
সারাটা জীবন যাবে 
কান্দিয়া কান্দিয়া
সারাটা জীবন যাবে
 কান্দিয়া কান্দিয়া
জীবনের শ্রেষ্ঠ সময়
জীবনের শ্রেষ্ঠ সময়
ছাত্র তুমি দেশের 
সম্পদ যাতের ভবিষ্যত
দুসমনেরা বানাইতে 
চায় তোমার ঔষত
ছাত্র তুমি দেশের সম্পদ 
যাতের ভবিষ্যত
দুসমনেরা বানাইতে 
চায় তোমার ঔষত
মানুষ গড়ার আঙগিনাতে 
দেয় না তোমার মানুষ হতে
মানুষ গড়ার আঙগিনাতে 
দেয় না তোমার মানুষ হতে
শিক্ষাগঙ্গের রাখে 
রণক্ষেত্র বানাইয়া
বছরের পর বছর থাকে 
সে সঙ্গত লাগাইয়া
বছরের পর বছর থাকে
 সে সঙ্গত লাগাইয়া
জীবনের শ্রেষ্ঠ সময় 
জীবনের শ্রেষ্ঠ সময়
জমিয়ে জমা ভিটে 
বারি বেচিয়া বাবায়
মাসে মাসে পড়ালেখার
 খরচা দিয়ে পাঠায়
জমিয়ে জমা ভিটে 
বারি বেচিয়া বাবায়
মাসে মাসে পড়ালেখার 
খরচা দিয়ে পাঠায়
বি এ এম এ পাস করিয়া 
আইবে বাছা ধন
দূর হইবে দুঃখ জ্বালা
 সকল অনাটন
এত আশায় বুক বাধিয়া 
থাকে রে বাপমায়
সেইনা আসার বাসা
 হায়রে পুরা করে ছাই
এত আশায় বুক বাধিয়া 
থাকে রে বাপমায়
সেইনা আসার বাসা 
হায়রে পুরা করে ছাই
বই কাড়িয়া অস্ত্র নিয়া 
সন্ত্রাসী মাস্তান বানাইয়া
বই কাড়িয়া অস্ত্র নিয়া 
সন্ত্রাসী মাস্তান বানাইয়া
সুন্দর জীবন তোমার 
দেয় যে ধ্বংস করিয়া
অবশেষে মায়ের কাছে 
লাশ খানা যে পাঠাইয়া
অবশেষে মায়ের কাছে
 লাশ খানা যে পাঠাইয়া
অবশেষে মায়ের কাছে 
লাশ খানা যে পাঠাইয়া
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *