তুমি সাজো বধু ওগো লাল শাড়িতে।Tumi Sajo Bhodu Ogo Lal ShariteLyrics। “তুমি সাজো বধু” গান গেয়েছেন এমকে জয় । এই গান লিরিক্স লিখেছেন আরিফিন মিরাজ। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song Credits :
Song: tumi sajo bodhu ogo lal sharite
Singer: mk joy
Lyrics & Tune: Arfin Miraj
Music: jl nayeem
Label: Best Multimedia
তুমি সাজো বধু ওগো লাল শাড়িতে গান লিরিক্স
ওরে তুমি সাজ বধু
ওগো লাল শারিতে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
আমি শাজি লাশ
সাদা কাফনে
তোমার আমার দেখা
হবে ওই হাশরে
সেদিন আমি দুহাত
তুলে বলবো খোদারে
এই বেঈমানের কারণে
আমার মৃত্যু হয়েছে
এই বেঈমানের কারণে
আমার মৃত্যু হয়েছে
ওরে তুমি সাজ বধু
ওগো লাল শারিতে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
ওগো তুমি আসো সামির
কোলে বাসর ঘরে শুয়ে
আমি তো কবরে
তোমার কথা ভেবে।
আমি তো কবরে
তোমার কথা ভেবে।
এত ভালোবেসে আমি
পাইলাম না তোমারে
মিথ্যা প্রেমের মায়ায়
বিধি মারলে গো আমারে
ছ্যাকা দিয়ে তুমি আছো খুব সুখে
ওরে তুমি সাজ বধু
ওগো লাল শারিতে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
কথা ছিল বধু সেজে
আসবে আমার ঘরে
সেই কথাটা ভুইলা গেলে
নতুন মানুষ পেয়ে
সেই কথাটা ভুইলা
গেলে নতুন মানুষ পেয়ে
কি অপরাধ ছিল
তুমি করিলা এমন
ভালোবেসে অকালে
হইল আমার মরণ
পরকালের পরে
আমি করব স্মরণ
ওরে তুমি সাজ বধু
ওগো লাল শারিতে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
ওরে তুমি সাজ বধু
ওগো লাল শারিতে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
আমি শাজি লাশ
ওগো সাদা কাফনে
সমাপ্ত