তেল ছাড়া কি গাড়ি চলেনা গজল লিরিক্স | Tel Chara Ki Gari Cole Na Gojol Lyrics

তেল ছাড়া কি গাড়ি চলেনা। “তেল ছাড়া কি গাড়ি চলেনা” গোজল গেয়েছেন হাদায়েতুল্লাহ আজাদী। এই গজল লিরিক্স লিখেছেন হাদায়তুল্লাহ আজাদী। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

তেল ছাড়া কি গাড়ি চলেনা গজল লিরিক্স

গজল সম্পর্কে তথ্য
Singer: Hadaytullah Azadi 

Lyric & Tune: Hadaytullah Azadi
Record Label: Studio 1 
Sound Design: Mahdi Hasan 
Video Label: Studio1 
Video Direction: Saim Al Hasan 
Label: Studio 1
 Producer: Serajul Islam Akon


তেল ছাড়া কি গাড়ি চলেনা গজল লিরিক্স

কারেন্ট ছাড়া সোখ পেতে হয়
বেগম ছাড়া বেগুনি হয়
পিয়াজ বিনে হয় তরকারি
তেলের নাকি দাম বেড়েছে
বাম্পের তেলের শট পড়েছে
চলবে কেমনে মটর গাড়ি
কারেন্ট ছাড়া সোখ পেতে হয়
বেগম ছাড়া বেগুনি হয়
পিয়াজ বিনে হয় তরকারি
তেলের নাকি দাম বেড়েছে
বাম্পের তেলের শট পড়েছে
চলবে কেমনে মটর গাড়ি
সকল কাছুর দাম বেড়েছে
মানুষের দাম কমেছে
এল কি এক আজব জামানা
ভাইরে তেল ছাড়া কেউ গাড়ি চলে না
তেল ছাড়া কেউ গাড়ি চলে না
সব দিকেতে জলসে আগুন
পানি ঢালবো কোথায়
ভাত গোস্ত খাবনা
পাতে ভিন্ন উপায়
সব দিকেতে জলসে আগুন
পানি ঢালবো কোথায়
ভাত গোস্ত খাবনা
পাতে ভিন্ন উপায়
সবজি খাব তাও পারি না
করব কি ভাই বল
লবন ভারতের সাদ যেটুকু
গেল রে ভাই গেল
সবজি খাব তাও পারি না
করব কি ভাই বল
লবন ভারতের সাদ যেটুকু
গেল রে ভাই গেল
না খেয়ে আর থাকবো কত
দেহ টাকি মশার মত
ধৈর্যের বাঁধ আর তো মানে না
ভাই যে এভাবে আর জীবন চলে না
তেল ছাড়া কি গাড়ি চলে না
ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না
তেল ছাড়া কি গাড়ি চলে না
ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না
তোমার টাকা নেই তো অভাব
চলছো ভতি করে
হাজার টাকা লিডার হলেও
রাখবে টাংকি ভরে
তোমার টাকা নেই তো অভাব
চলছো ভতি করে
হাজার টাকা লিডার হলেও
রাখবে টাংকি ভরে
হেটে আমি যাব অফিস
নয়তো কিনবো ঘোড়া
যুকটা আগে ভালো ছিল
এখন কপাল পোড়া
হেটে আমি যাব অফিস
নয়তো কিনবো ঘোড়া
যুকটা আগে ভালো ছিল
এখন কপাল পোড়া
গরিব বলে দোষ করেছে
জন্ম নিয়ে ভুল করেছি
কোন দিকে হিসাব মিলে না
ভাইরে এভাবে আর জীবন চলে না
তেল ছাড়া কি গাড়ি চলে না
ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না
তেল ছাড়া কি গাড়ি চলে না
ভাইরে তেল ছাড়া কি গাড়ি চলে না
কারেন্ট ছাড়া সোখ পেতে হয়
বেগম ছাড়া বেগুনি হয়
পিয়াজ বিনে হয় তরকারি
তেলের নাকি দাম বেড়েছে
বাম্পের তেলের শট পড়েছে
চলবে কেমনে মটর গাড়ি
কারেন্ট ছাড়া সোখ পেতে হয়
বেগম ছাড়া বেগুনি হয়
পিয়াজ বিনে হয় তরকারি
তেলের নাকি দাম বেড়েছে
বাম্পের তেলের শট পড়েছে
চলবে কেমনে মটর গাড়ি
সকল কাছুর দাম বেড়েছে
মানুষের দাম কমেছে
এল কি এক আজব জামানা
ভাইরে তেল ছাড়া কেউ গাড়ি চলে না
তেল ছাড়া কেউ গাড়ি চলে না
ভাইরে তেল ছাড়া কেউ গাড়ি চলে না
সমাপ্ত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *