দাও কুরবানি Dao Kurbani Gojol Lyrics। “দাও কুরবানি” গোজল গেয়েছেন । ইয়াসিন হায়দার, ইকবাল মাহমুদ, ওমর আবদুল্লাহ, ইলিয়াস আমিন, নজরুল ইসলাম, মাহফুজুল আলম, সালমান সাদি, আবির হাসান ও ইমরানুল ফারহান এই গজল লিরিক্স লিখেছেন হুসাইন আল হাফিজ। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song : Dao Kurbani
Lyric : Husain Al Hafiz
Tune : Ahmod Abdullah
Singer : Yeasin Hayder, Iqbal Mahmud, Omar Abdullah, Elias Amin, Nazrul Islam, Mahfuzul Alam, Salman Sadi, Abir Hasan & Imranul Farhan
Record Label : Holy Tune Studio
Music Direction : Tanjim Reza
Video Director : Yamin Elan
দাও কুরবানি দাও লিরিক্স
কুরবানি কুরবানি এলো রে কুরবানী
কুরবানি কুরবানি এলো রে কুরবানী
রকুরবানি কুরবানি এলো রে কুরবানী
কুরবানি কুরবানি এলো রে কুরবানী…
দুনিয়া জুড়ে এলো আবার খুশিরো হাওয়া
ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদুল আজহা
দুনিয়া জুড়ে এলো আবার খুশিরো হাওয়া
ত্যাগের মহিমা নিয়ে এলো ঈদুল আজহা
আনন্দে মন যেন ছোঁয়ে যায় আকাশ
আগামীর পথে আসে সুখের বাতাস
আনন্দে মন যেন ছোঁয়ে যায় আকাশ
আগামীর পথে আসে সুখের বাতাস
বিলিয়ে দিবে কুরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গ্লানি
কুরবানি এলো রে কুরবানি
কুরবানি এলো রে কুরবানি
আজ ধনী গরীব সবাই সমান
বাদশাহ ফকির বাদ
ঝেড়ে ফেলো আজ মান অভিমান
কুরবানির ইরশাদ ।
বিলিয়ে দিবে কোরবানির প্রাণী
ধুয়ে মুছে সাফ হবে সকল গ্লানি
কুরবানি এলো রে কুরবানি
কুরবানি এলো রে কুরবানি
এই কুরবান এই কুরবান সহজ কিছুইতো নয়
এই কুরবান এই কুরবান সহজ কিছুইতো নয়
সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়
সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়
স্বপ্নে ওয়াহী করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ.
করো কুরবান খোদার রাহে তোমারী প্রিয় জবীহুল্লাহ
জাতির পিতার স্বপ্ন ভেঙ্গে চিন্তিত ওহে আল্লাহ
এই কুরবান এই কুরবান সহজ কিছুইতো নয়
সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় ।
সমাপ্ত