দূর আকাশে চাঁদ উঠেছে গজল লিরিক্স | DUR AKASHE CHAND UTHECHE Gojol Lyrics

দূর আকাশে চাঁদ উঠেছে | DUR AKASHE CHAND UTHECHE Lyrics | “দূর আকাশে চাঁদ উঠেছে” গোজল গেয়েছেন রুকাইয়া জান্নাতি সাবিহা। এই গজল লিরিক্স লিখেছেন শাহেদুল ইসলাম। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

দূর আকাশে চাঁদ উঠেছে গজল লিরিক্স | DUR AKASHE CHAND UTHECHE Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য

Lyric & Tune: Shahedul Islam
Singer: Rukaiya Jannati Sabiha Sound Design & Video Direction : Tanvir Khan
Song Direction: Hasnahena Afrin
Producer: Abdul Awal
Presented By: Era Nasheed Academy

দূর আকাশে চাঁদ উঠেছে গজল লিরিক্স

দূর আকাশে চাঁদ উঠেছে
জোছনা ঝরে এই মাটিতে
সেই আলোয় সারা ভুবন জলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
গাছ গাছালি পাক পাখালি
মাঠ ভরা ধান শস্য শ্যামল
নদীর জল সবই তোমার দান
গাছ গাছালি পাক পাখালি
মাঠ ভরা ধান শস্য শ্যামল
নদীর জল সবই তোমার দান
সবই তোমার ইশারায় চলে
সবই তোমার ইশারায় চলে
সবই তোমার ইশারায় চলে
সবই তোমার ইশারায় চলে
দূর আকাশে চাঁদ উঠেছে
জোছনা ঝরে এই মাটিতে
সেই আলোয় সারা ভুবন জলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
ঝর্ণা ধারা সূর্য তারা
নীল আসমান সৃষ্টি জত
সিজরা রত কারো গুনগান
ঝর্ণা ধারা সূর্য তারা
নীল আসমান সৃষ্টি জত
সিজরা রত করে গুনগান
দিবস রজনী ঠিক ঠিক চলে
দিবস রজনী ঠিক ঠিক জলে
দিবস রজনী ঠিক ঠিক চলে
দিবস রজনী ঠিক ঠিক জলে
দিবস রজনী ঠিক ঠিক চলে
দিবস রজনী ঠিক ঠিক জলে
দূর আকাশে চাঁদ উঠেছে
জোছনা ঝরে এই মাটিতে
সেই আলোয় সারা ভুবন জলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
ও আল্লাহ তুমি আছো বলে
ও মালিক তুমি আছো বলে
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *