নিজ দলের গোলরক্ষকের আঘাতে,সৌদি আরবের ইয়াসির আল শাহরানীর মুখের হাড় ভেঙে গেছে! - Game Journal

নিজ দলের গোলরক্ষকের আঘাতে,সৌদি আরবের ইয়াসির আল শাহরানীর মুখের হাড় ভেঙে গেছে!

Rate this post

বাংলাদেশ আর্চারি ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জিয়াউলের এক বছরের জন্য সৌদি আরব দলের প্রশিক্ষক হওয়ার বিষয়টি জানায়। মঙ্গলবার সৌদির উদ্দেশে রওনা দেবেন ৩৪ বছর বয়সী এই কোচ।

 

২০১৪ সালে জিয়াউল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার আমন্ত্রণে পাকিস্তান জাতীয় দলে এক দফায় ৩০ দিন, ২০১৮ সালে দ্বিতীয় দফায় ৭দিন প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ২০১৭ সালে সলোমনো আইল্যান্ড জাতীয় আর্চারি দলে ১০ দিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে২০১৫ সালে কলম্বিয়া আর্চারি দলের আমন্ত্রণে কলম্বিয়ার রাজধানী বোগোটার বিভাগীয় দলের প্রশিক্ষক হিসেবে ১১ মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে জিয়াউলের।

 

বাংলাদেশ দলেও বিভিন্ন মেয়াদে সহকারী কোচের দায়িত্ব পালন করা জিয়াউল বাংলাদেশ আনসার ও ভিডিপি আর্চারি দলেরও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেখেলোয়াড়ী জীবনে আন্তর্জাতিক পর্যায়ে জিয়াউলের অর্জন ১টি রুপার পদক। ২০০৯ সালে ভারতের কলকাতায় হওয়া ৪র্থ এশিয়ান আর্চারি গ্র্যাঁ প্রি প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ টিম ইভেন্টে জিতেছিলেন তিনি।

 

জিয়াউল ছাড়াও দেশের বাইরে প্রশিক্ষকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে বাংলাদেশের কয়েকজন কোচের। মোহাম্মদ সাজ্জাদ হোসেন ২০২১ সালের নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল মাদাম কালচারাল অ্যান্ড স্পোর্টস ক্লাবে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেনন।ন।

Professional SEO Expert and Digital Marketer. Having knowledge about content writing also. Assist the clients to grow their business.

Sharing Is Caring:

Leave a Comment