ফ্যানের চাকা ঘরে না লিরিক্স | Load Shedding Lyrics

ফ্যানের চাকা ঘরে না গান লিরিক্স | Faner Caka Ghore na Gojol Lyrics “ফ্যানের চাকা ঘরে না”  গেয়েছেন কবির বিন সামাদ। এই গজল লিরিক্স লিখেছেন কবির বিন সামাদ। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

ফ্যানের চাকা ঘরে না লিরিক্স | Load Shedding Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song : Load Shedding
Artist : Kabir Bin Samad
Lyrics & Tune : Kabir Bin Samad

লোডশেডিং লিরিক্স

ফ্যানের চাকা ঘরে না
ঘরের বাতি জলে না
ফ্রিজটা বন্ধ আছে
কয় মাস ধরে চলে না
ফ্যানের চাকা ঘরে না
ঘরের বাতি জলে না
ফ্রিজটা বন্ধ আছে
কয় মাস ধরে চলে না
তবুও মিটার আমার ঘুরতেছে খুব
তবুও মিটার আমার ঘুরতেছে খুব
বড়ই সচল
কে বলে ভাই আমার দেশের সবই অচল
কে বলে ভাই আমার দেশের সবই অচল
আট টার গাড়ির নয় টায় আসে
নয় এর গাড়ি দশ এ
বিদ্যুৎ বিলটা নিয়ম
মেনেই আসে প্রতি মাসে
কারেন্টের ও তার
নাকি অনেক কারেন্ট খায়
হাজার টাকার বিলের
খাতা কাগজ পাওয়া যায়
আটটার গাড়ির ৯ টায় আসে
নয় এর গাড়ি দশ এ
বিদ্যুৎ বিলটা নিয়ম
মেনেই আসে প্রতি মাসে
কারেন্টের ও তার নাকি
অনেক কারেন্ট খায়
হাজার টাকার বিলের
খাতা কাগজ পাওয়া যায়
বিল দিতে ভাই হইলে দেরি
বিল দিতে ভাই হইলে দেরি
যায় পাওয়া তার ফল
কে বলে ভাই আমার
দেশের সবই যে অচল
কে বলে ভাই আমার
দেশের সবই যে অচল
ফ্যানের চাকা ঘরে না
ঘরের বাতি জলে না
ফ্রিজটা বন্ধ আছে
কয় মাস ধরে চলে না
ফ্যানের চাকা ঘরে না
ঘরের বাতি জলে না
ফ্রিজটা বন্ধ আছে
কয় মাস ধরে চলে না
তবুও মেয়েটার আমার ঘুরতেছে খুব
তবুও মেয়েটার আমার
ঘুরতেছে খুব বড়ই সচল
কে বলে ভাই আমার
দেশের সবই যে অচল
কে বলে ভাই আমার
দেশের সবই যে অচল
আট টার গাড়ির নয় টায় আসে
নয় এর গাড়ি দশ এ
বিদ্যুৎ বিলটা নিয়ম
মেনেই আসে প্রতি মাসে
কারেন্টের ও তার নাকি
অনেক কারেন্ট খায়
হাজার টাকার বিলের
খাতা কাগজ পাওয়া যায়
আট টার গাড়ির নয় টায় আসে
নয় এর গাড়ি দশ এ
বিদ্যুৎ বিলটা নিয়ম
মেনেই আসে প্রতি মাসে
কারেন্টের ও তার নাকি
অনেক কারেন্ট খায়
হাজার টাকার বিলের
খাতা কাগজ পাওয়া যার
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *