ব্যবসার যে পরিস্থিতি গান লিরিক্স | Bebshar ja Poristhiti song Lyrics

ব্যবসার যে পরিস্থিতি | Bebshar ja Poristhiti 
Lyrics। “ব্যবসার যে পরিস্থিতি” গোজল গেয়েছেন আলী হাসান, সাদি ভাই, মানম, আমিন আলে, উদয়, রাকিব হাসান, মারুফ আকান, সিয়াম হাওলাদার, মিস্টার রিজান। এই গজল লিরিক্স লিখেছেন আলী হাসান। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবা

ব্যবসার যে পরিস্থিতি গান লিরিক্স | Bebshar ja Poristhiti song Lyrics

গজল সম্পর্কে তথ্য

Song : Bebshar Poristhiti

 Singer : Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan 
Lyric & Tune : Aly Hasan Music Produced by Sadi Vai 
Studio : Cbls Records 
Mix & Mastering : Sochi Shams 
Edit & Color : Studio walli 
Director & Dop : Nasimul Mursalin Shakkhar 
Co-ordinated by : Isha Khan Duray Language : Bangla 
Label : G Series


ব্যবসার যে পরিস্থিতি গান লিরিক্স
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুজি টিটি টিটি
আ আ টিটি টিটি
বাপ দাদার আমলের সিটি
ধরে রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই
কোন তো টুকুর টাকুর সদায়
বেচে কয় টাকা কামাই
কোন তো টুকুর টাকুর সদায়
বেচে কয় টাকা কামাই
কোন তো টুকুর টাকুর সদায়
বেচে কয় টাকা কামাই ভাই
এত টাকা এডভান্স দিয়া
নিজের শরীরে শোরুম দিয়া
ব্যবসা কইরা কি লাভ মিয়া
টাকা ঘুরায় বাকি নিয়া
দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতা হয় কইয়া দিয়া
কথাটা শুনতে খারাপ
ব্যবসার মাইরি ব্যবসা মিয়া
ইয়ো বড় ভাই আপনার 
দেহি খবর নাই
ভাবতাছি হারায় গেছেন
নাকি বাল মরে গেছেন
ধুর মিয়া কি কইতাছেন ধুর মিয়া
কি কইতাছেন কয়ার তো কারণ আছে
বাকি টাকার খবর নাই
টাকা দিবেন কবে আজকে
না হলে কালকে
টাকা দিবি আজকে
বাকি নেয়া খাসকে
আজকে নইলে কালকে
আর কালকে নিলে পরশু
পরশু নিলে তরসু
হালার আমরা কি নরশু
আছে নাকি বেবি কলের ৪০০ মিলি আটা
আছে তো একদম ৭০ টাকা দাদা
ধুপ মিয়া পাগল হয়েছেন
 কি কইতাছেন যাতা
রেট দিলাম বাটা শালা 
তারপরেও কস টাটা
ভাই ৬০ টাকা দিলে দেন 
না দিলে মাল রাইখা দেন
আপনার টাকা মুরাইয়া 
জায়গা মতো রাইখা দেন
ফুটুনি করতে আসে 
ভালো মন্দ চেনে না
আয়া খালি হাতায় ভাজান
 দাম হইনা আর কেনে না
কি খবর বস তোর 
বসরলে খাইছে লস
১২ ইঞ্চি ১ ফুট তিন 
ফুট এ এক গজ
লস খাইয়া গস চিনবেন 
ব্যবসা এত সোজা বস
আমি খাইছি ব্যবসায় 
লস আমার লগে মজা লস
মালের দাম নাকি কমছে
 না আগের থেকে জমেছে
হ্যাঁ আপনার লগা 
কমছে সত্যি ক কমছে
সত্যি ক কমছে 
মালের দাম কি কমছে
এদেশে কি মালের দাম 
ভাই বাড়া ছাড়া কমছে
ধুর এমন একটা লাইক 
দিলা লাইটটা গেল কাইটা
আমার আবার এত 
দূরে আসা গেল হাইটা
তোমার লাইট কাইটা আর
 মানসির লাইট জায় ভাইঙ্গা
ওরে ডেট দিয়া ভেট দিয়া
 চেঞ্জ করে দেই লাইটটা
কিছু কিছু প্রোডাক্ট আছে 
মাইবার নাই পুঁতে বেছে
কোম্পানি ভাড়া বেঁচে 
দোকানদার পরে প্যাঁচে
কাস্টমার বেশি বুঝে নিজের 
দোষে পেলেট মুছে
প্রথমে আইআই জিগায়
 পাইছে ভেতর সার্ভিস আছে
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুজি টিটি টিটি
আ আ টিটি টিটি
বাপ দাদার আমলের সিটি
ধরে রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই
কোন তো টুকুর টাকুর সদায়
বেচে কয় টাকা কামাই
কোন তো টুকুর টাকুর সদায়
বেচে কয় টাকা কামাই
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *