ভুলনা আমায় গান লিরিক্স | Bhulona Amay Song Lyrics | Bangla Song Lyrics

ভুলনা আমায় গান লিরিক্স (Bhulona Amay Gan Lyrics) | “ভুলনা আমায়” গোজল গেয়েছেন কনা ও অভ্রাল সাহির। এই গজল লিরিক্স লিখেছেন আহমেদ রিসভী আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

ভুলনা আমায় গান লিরিক্স | Bhulona Amay Song Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song : Bhulona Amay

Singer : Kona & Avraal Sahir
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Avraal Sahir
Drama : Bhulona Amay
Director : Jakaria Showkhin
Label : Sultan Entertainment Produced and Distributed by Sultan Entertainment.

ভুলনা আমায় গান লিরিক্স

তোমার হাওয়ায় ও চুল
কানে রঙিন দুল
মিষ্টি যত ভুল
ভালো লাগে আমার
তোমার অবুঝ অভিমান
মায়ার পিছু টান প্রিয় মিঠুর প্রাণ
ভালো লাগে আমার
আজ থেকে আমি শুধু যে তোমার
তুমি সারা মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
ভুলনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
ভুলনা আমায়
তুমি আছো হৃদয়ে
সব টা জুড়ে তোমার
ছায়া আমায় রাখে ঘিরে
যত আসুক বাধা নামুক আধার
চিহ্ন হবে না প্রেম
তোমার আমার
আজ থেকে আমি শুধু যে তোমার
তুমি সারা মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
জোসনার আসছাদে তোমারি আলোয়
হৃদয় জুড়ে নামে সুখেরই প্রলয়
একটাই পৃথিবী তুমি জীবন আমার
তোমার মত প্রিয় কেউ তো নেই আর
আজ থেকে আমি শুধু যে তোমার
তুমি সারা মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
ভুলনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলনা আমায়
ভুলনা আমায়, ভুলনা আমায়
ভুলনা আমায়
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *