মায়ের কথা পড়লে মনে | Mayer kotha Porle Mone
Lyrics। “মায়ের কথা পড়লে মনে” গোজল গেয়েছেন আফিফা হাসান রাফা। এই গজল লিরিক্স লিখেছেন আরিফ হোসেন সবুজ। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
গান: মায়ের কথা পড়লে মনে
কথা: আরিফ হোসেন সবুজ
সুর: মাসুদ রানা
শিল্পী: আফিফা হাসান রাফা
সম্পাদনা: শামছুল আলম বকুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
মায়ের কথা পড়লে মনে গজল লিরিক্স
মায়ের কথা পড়লে মনে
ভাঙ্গে আমার বুক
দুই নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
মায়ের কথা পড়লে মনে
ভাঙ্গে আমার বুক
দুই নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
মায়ের মত আপন আমার
কেউ ছিলনা আর
খুব দরদী মা জননী
নেই উপ মাজার
মায়ের মত আপন আমার
কেউ ছিলনা আর
খুব দরদী মা জননী
নেই উপ মাজার
আমি ব্যথা পেলে মায়ের
আমি ব্যথা পেলে মায়ের
থাকতো মনির মন
দু নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
মায়ের কথা বললে মনে
ভাঙ্গে আমার বুক
দু নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
সব কিছু যে আগের মত
পড়ে আছে ঠিক
মা শুধু নেই এই ঘরে আর
শূন্য চতুর দিক
পায় না খুঁজে এখন কাছে
মাকে শুধু হাই
আমায় ছেড়ে চলে গেল
আধার নীড় আধার
পায় না খুঁজে এখন কাছে
মাকে শুধু হাই
আমায় ছেড়ে চলে গেল
আধার নীড় আধার
মাকে ভেবে দিন রজনী
মাকে ভেবে দিন রজনী
বারে মনের দুখ
দু নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
মায়ের কথা বললে মনে
ভাঙ্গে আমার বুক
দু নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
দু নয়নে অশ্রু ঝরে
হারিয়ে যায় সুখ
সমাপ্ত