মা তুমি আমার আগে Maa Tumi Amar Age Lyrics। “মা তুমি আমার আগে” গান গেয়েছেন মুবিনুর রহমান। এই গান লিরিক্স লিখেছেন মিল্টন খন্দকার। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
Song: Maa Tumi Amar Age Jeona
Singer: Mubinur Rahman
Lyrics & Tune: Milton Khandaker
Sound Design: Samiul Islam
Video Director: Abu Taher
Production: Tune Hut Gfx: Abu Taher
মা তুমি আমার আগে গান লিরিক্স
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
নরম বিছানা তুমি থাকো মাগো
বসলে বসো শীতল পার্টিতে
নরম বিছানা তুমি থাকো মাগো
বসলে বসো শীতল পার্টিতে
আমি কেমন করে সেই তোমাকে
ওওওও মা
শোয়া বো গো শক্ত মাটিতে
শোয়া বো গো শক্ত মাটিতে
দশ মাস দশ দিন ধরে যে আমাকে
রেখেছো তোমার যঠরে
তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
অনেক আদরের ছেলে তোমার আমি মা
একলা ফেলে দূরে থেকোনা
অনেক আদরের ছেলে তোমার আমি মা
একলা ফেলে দূরে থেকোনা
আমি কেমন করে দিন কাটাবো
ওওওওও মা
তোমায় ছেড়ে ভেবে দেখো না
একবার তুমি ভেবে দেখো না
এই পৃথিবীর আলো আমার যে
দেখালো তাকে মাটি দিব কিকরে
তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
সমাপ্ত