মা বাবা গজল লিরিক্স

বাবা বকে দিত দেরি করে ফিরলে ঘরে। “মা বাবা” গোজল গেয়েছেন মাহমুদ ফয়সাল এবং মেহতাজ। এই গজল লিরিক্স লিখেছেন মাহমুদ ফয়সাল। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
মা বাবা গজল লিরিক্স

গজল সম্পর্কে তথ্য

গানঃ মা বাবা
কথা ও সুরঃ মাহমুদ ফয়সাল
কন্ঠঃ মাহমুদ ফয়সাল এবং মেহতাজ
রেকর্ডঃ স্টুডিও ওয়েভ (কাতার)
কোয়ান্টাম স্টুডিও (বাংলাদেশ)
ব্যকগ্রাউন্ড ভোকালঃ এইচ আহমেদ
সাউন্ড ডিজাইন,মিক্স-মাস্টারঃ তানভীর খান
জিএফএক্সঃ আরাফাত মাহমুদ
সাব-টাইটেলঃ হামিদ পারভেজ
অভিনয়ঃ মনির মুকুল,মায়মুনা বিনতে জামাল,
ক্যামেরায়ঃ আমিনুল ইসলাম বুলবুল (কাতার)
চিত্রনাট্য ও পরিচালনাঃ এইচ আল হাদী

বাবা বকে গজল লিরিক্স

বাবা বকে দিত দেরি
করে ফিরলে ঘরে
বাবা বকে দিত দেরি
করে ফিরলে ঘরে
মা জননী করতো আদর
মা জননী করতো আদর
বাবার শাসনের পরে
কপালে আমার চুমু একে
কপালে আমার চুমু একে
বলতো মা কানে কানে
তাড়া তাড়ি ফেললে বাড়ি
তোর বাবা রাগে জানি
কতদিন আর থামাবো
একদিন আমি হারাবো
মায়ের এমন আদর স্নেহ
ভুলে গেছে আজ অনেকে
রাগিস বাবা বুঝতে না দেয়
ভালবাসি হারালেই
মায়ের এমন আদর স্নেহ
ভুলে গেছে আজ অনেকে
রাগিস বাবা বুঝতে না দেয়
ভালবাসে আরালেই
খোকা মানিক বললে কত ডাকে
রাগ করে ঘর ছেড়ে বের হলে
ফোন করে মা বলে
এত বড় হয়ে গেছে
তবুও যদি এমন করে
কতদিন আর বোঝাবো
একদিন আমি হারাবো
কতশত বায়না আমার
পেয়ে যায় মাকে বলতেই
শূন্য যে বাবার ব্যস্ত হাত
খোকার দাবি মেটাতেই
কতশত বায়না আমার
পেয়ে যায় মাকে বলতেই
শূন্য যে বাবার ব্যস্ত হাত
খোকার দাবি মেটাতেই
মাথার ঘাম বেয়ে পায়ে ফেলে
কষ্ট আড়াল করে হাসির ছলে
কাছে এসে আমায় বলে
বড় তোকে হতেই হবে
ভালো থেকে বলবে সবে
বাবাকে সাথেই পাবি
যতদিন বেঁচে আছি
বাবা বকে দিত দেরি
করে ফিরলে ঘরে
বাবা বকে দিত দেরি
করে ফিরলে ঘরে
মা জননী করতো আদর
মা জননী করতো আদর
বাবার শাসনের পরে
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *