মেহেরবান তুমি মেহেরবান গজল লিরিক্স | Meherban Tumi Meherban Gojol Lyrics

মেহেরবান তুমি মেহেরবান গজল লিরিক্সMeherban Tumi Meherban Lyris “মেহেরবান তুমি মেহেরবান” গোজল গেয়েছেন মুনেম বিল্লাহ গজল লিরিক্স লিখেছেন আলফাজ হোসেন। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

মেহেরবান তুমি মেহেরবান গজল লিরিক্স | Meherban Tumi Meherban Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song: Meherban
Singer: Munaem Billah
Lyric & Tune: Alfaz Hossen
Sound Design: Jaynul Abedin Ekatto
Direction: Elan

মেহেরবান তুমি মেহেরবান গজল লিরিক্স

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।
আমি পাপি গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর

ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান

ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান

জেনে না জেনে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে
বুঝে না বুঝে হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি পথ হারিয়ে ভুল করে

নিজের প্রতি নিজে

সকাল বিকাল সাজে
নিজের প্রতি নিজে

সকাল বিকাল সাজে
জুলুম করেছি বারে বার

ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।
পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে

পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে
বন্দা তোমার আমি তুমিই অর্ন্তযামী
তোমার কাছে ফিরি বারে বার

ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান

মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
আমি পাপি গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর

ক্ষমা করো ওগো প্রভু
তওবা করি বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান

ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান।

সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *