রাসূল বলেন পুণ্য করো গজল লিরিক্স | Rasul bolen Punno Kor Gojol Lyrics

রাসূল বলেন পুণ্য করো | Rasul bolen Punno Koro Lyrics। “রাসূল বলেন পুণ্য করো” গোজল গেয়েছেন জাহিন ইকবাল। এই গজল লিরিক্স লিখেছেন নাঈম আল ইসলাম মাহিন। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

রাসূল বলেন পুণ্য করো গজল লিরিক্স | Rasul bolen Punno Kor Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য
গান : রাসূল বলেন পুণ্য করো
কথা : নাঈম আল ইসলাম মাহিন
সুর : মশিউর রহমান
শিল্পী : জাহিন ইকবাল
সম্পাদনা: শামছুল আলম বকুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

রাসূল বলেন পুণ্য করো গজল লিরিক্স

রাসূল বলেন পুণ্য করো
জীবন হবে ধন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য
রাসূল বলেন পুণ্য
করো জীবন হবে ধন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য।
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য।
অকারণে সবাই যখন
গল্পে থাকে মেতে
তুমি তখন সবার তরে
থেকো না কান পেতে
অকারণে সবাই যখন
গল্পে থাকে মেতে
তুমি তখন সবার তরে
থেকো না কান পেতে
শান্তি পাবে ভীষণ এমন
মৌন থাকার জন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য।
 
 
রাসূল বলেন পুণ্য
করো জীবন হবে ধন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য।
 
মনের ভিতর থাকলে সাদা
আল্লাহ তায়ালার ভয়
বাড়বে তোমার মর্যাদা
মান বাড়বে সুনিশ্চয
রুগ্নএবং দুস্থ জনে
বাড়িয়ে দিও হাত
তোমার সেবায় ঘুচলে
কারো কষ্ট কঠিন রাত
রুগ্নএবং দুস্থ জনে
বাড়িয়ে দিও হাত
তোমার সেবায় ঘুচলে
কারো কষ্ট কঠিন রাত
দেখবে সবাই বাসবে ভালো
করবে নেতা তা গণ্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য।
রাসূল বলেন পুণ্য করো
জীবন হবে ধন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য
তিনটি পুরস্কার রয়েছে
তিনটি কাজের জন্য
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *