শোন মুসলমান গজল লিরিক্স| Shono Musolman Gojol Lyrics

শোন মুসলমান | Shono Musolman Lyrics। “শোন মুসলমান” গোজল গেয়েছেন হুজাইফা ইসলাম । এই গজল লিরিক্স লিখেছেন হোসেন নূর । আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

শোন মুসলমান গজল লিরিক্স| Shono Musolman Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য

Song : Shono Musolman 

Singer : Hujaifa Islam 
Lyric : Hossain Noor 
Tune : Muhammad Badruzzaman 
Record Label : Holy Tune Studio 
Sound Design : Khizir Muhammad 
Video Director : Imranul Farhan 
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
শোন মুসলমান গজল লিরিক্স

শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
কোরআন তোমার পথের দিশা
মুছে দেবে আমার ইশা
তোমার পথের দিশা
মুছে দেবে আমার ইশা
জীবন জুড়ে আনবে বসে শান্তি সুখের বান
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
কোরআন হলো রবের কালাম
জান্নাত নাতেরি সুর
যার সিনাতে কুরআন থাকে হাসে হৃদয় পুর
কোরআন হলো রবের কালাম
জান্নাত নাতেরি সুর
যার সিনাতে কুরআন থাকে হাসে হৃদয় পুর
হরফ জুড়ে কি যে মধু
পড়লে কুরআন নিকি শুধু
হরফ জুড়ে কি যে মধু
পড়লে কুরআন নিকি শুধু
জেগে ওঠে গুনার ঘরে ঘুমিয়ে থাকা পান
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
যার বুকেতে নেই রে কুরআন
ভীষণ তাহার মন
পদে পদে পাপ গুলি
তার হয়রে আলাপন
যার বুকেতে নেই রে কুরআন
ভীষণ তাহার মন
পদে পদে পাপ গুলি
তার হয়রে আলাপন
কোরআন ছাড়া জীবন বিফল
জাহান্নামের হয় ফলাফল
কোরআন ছাড়া জীবন বিফল
জাহান্নামের হয় ফলাফল
বুকের ভেতর বাজে যদি অন্য শয়তান
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
শোন শোন মুসলমান তোমার বুকে
আঁকলে ধরো আল কোরআন
সমাপ্ত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *