সংসার জীবনে পা রাখলেন তাহসান-ফারিন - Game Journal

সংসার জীবনে পা রাখলেন তাহসান-ফারিন

Rate this post

তি বছরের ভালোবাসা দিবসে ইউটিউবে অবমুক্ত হয়েছিলো বিশেষ নাটক ‘কমলা রঙের রোদ’। ডা. জাহান সুলতানার গল্প ও জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নির্মাণে এতে অভিনয় করেছিলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। প্রচারের পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর দর্শকদের আগ্রহের কারণে এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ ২’।

 

নাটকটির সিক্যুয়েল নির্মাণের কারণ ব্যাখ্যা করে নির্মাতা শিহাব শাহীন বলেন—‘কমলা রঙের রোদ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। প্রচারের পর অনেকে এর সিক্যুয়েল নির্মাণের অনুরোধ করেন। একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন, তখনই তারা সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।’

 

‘কমলা রঙের রোদ ২’-এর গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল আগের গল্পে। এবার তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী গল্প দেখানো হবে। সেই আফসানার রহস্যের জট এবারের গল্পে খুলতে যাচ্ছে।’

 

নাটকটিতে আফসানা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘নাটকটির সিক্যুয়েল আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাসহ নানা কারণে হয়ে উঠেনি। কাজটি দর্শকরা পছন্দ করেছেন, যার কারণে এটি আবারো নির্মিত হয়েছে। সেই আফসানার পরবর্তীতে কী হলো, তা এবার জানতে পারবে দর্শকরা।’

 

‘কমলা রঙের রোদ টু’ নাটকে আরো অভিনয় করেছেন খালেকুজ্জামান, মিলি বাশার প্রমুখ। কয়েক দিন আগে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

 

এফএইচ

Professional SEO Expert and Digital Marketer. Having knowledge about content writing also. Assist the clients to grow their business.

Sharing Is Caring:

Leave a Comment