সাজিয়ে গুজিয়ে দে মোরে | Sajiye Gujiye De More Lyrics “সাজিয়ে গুজিয়ে দে মোরে” গোজল গেয়েছেন রাজিয়া রিশা । এই গজল লিরিক্স লিখেছেন বাউল কামাল পাশা আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Song : Sajiye Gujiye De MoreArtist : Rajiya Risha Lyrics &
Tune : Baul Kamal Pasha
Genre : Vocal
Thumbnail : Md Jahirul Islam Edit and
Color : Ibrahim Ferdous
Label : Rupali Kontho
সাজিয়ে গুজে দে মোরে গজল লিরিক্স
সাজিয়ে গুজে দে মোরে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজে দে মোরে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
বড়ই পাতার গরম জলে
সুয়াইয়া মশারির তলে
বড়ই পাতার গরম জলে
বড়ই পাতার গরম জলে
সুয়াইয়া মশারির তলে
আতর গোলাপ চন্দন মেখে দে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজেয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
রঙিন জামা রঙিন কাপড়
কিছুই ভালো লাগে না মোর
রঙিন জামা রঙিন কাপড়
রঙিন জামা রঙিন কাপড়
কিছুই ভালো লাগে না মোর
সাদা কাফন পরাইয়া দে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজে দে মোরে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
এত জমি এত বাড়ি
আমায় কি সহিতে পারি
এত জমি এত বাড়ি
এত জমি এত বাড়ি
আমায় কি সহিতে পারি
বাঁশের দোলায় আমারে তুলে দে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে
গুজিয়ে দে মোরে
সমাপ্ত