সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট ও গাড়ি দিতে চান চট্টগ্রামের মনজুর - Game Journal

সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট ও গাড়ি দিতে চান চট্টগ্রামের মনজুর

Rate this post

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। যেখানে সবচেয়ে বড় অবদান ছিল দলটির গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসি। এদিন আর্জেন্টিনার আক্রমনকে একাই রুখে দিয়েছেন তিনি। আর তার এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলম।আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিমবিশ্বের তথা মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল হয়েছে বলে মনে করেন তিনি। এ উপলক্ষে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন চসিকের সাবেক ওই মেয়র। একই সঙ্গে বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।বুধবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে ‘ফুটবল খেলায় সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে’ দোয়া মাহফিল আয়োজন করেন ওই সাবেক মেয়র। তিনি বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ’ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামা সৌদি আরব আর্জেন্টিনাকে পরাজিত করায় মনজুর আলম বলেন, ‘আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছেন। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত। মুসলিম রাষ্ট্রের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংধর্বনা দিতে আগ্রহী। অসাধারণ এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে। তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। ’

Professional SEO Expert and Digital Marketer. Having knowledge about content writing also. Assist the clients to grow their business.

Sharing Is Caring:

Leave a Comment