হঠাৎ যদি যাই মরিয়া গজল লিরিক্স | Hotath Jodi Jai Moriya Gojol Lyrics

হঠাৎ যদি যাই মরিয়া| Hotath Jodi Jai Moriya   Lyrics। ” হঠাৎ যদি যাই মরিয়া” গোজল গেয়েছেন জায়েদ আহমদ | জহিরুল ইসলাম সানী | মাহবুবুর রহমান নুমানী | বুরহান আরিয়ান | ফজলে রাব্বি আশিক। এই গজল লিরিক্স লিখেছেন জায়েদ আহম। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

হঠাৎ যদি যাই মরিয়া গজল লিরিক্স | Hotath Jodi Jai Moriya Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song : Hothat Jodi Jai Moriya
Singer : Jayed Ahmad | Johirul Islam Sani | Mahbubur Rahman Numany | Burhan Ariyan | Fazle Rabbi Ashik
Lyric & Tune: Jayed Ahmad
Cast… Shadin Khan , Ashraful Islam , Mainul Islam , Helal Bepari, Firuj Hossain, Nur Muhammad , Robiul Noman , Shahriar Emon, Plabon Hossain, Sagor Ahmad , Masum Billah , Nayeem Hasan & Others
Audio & Video : Tune Make Studio
Sound Mix : Tanzim Reza ( Tr Romance)
Director: Fozle Rabbi Ashik
Label : Sobvhodhony



হঠাৎ যদি যাই মরিয়া গজল লিরিক্স

হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
হঠাৎ যদি যাই মরিয়া
পাড়া পড়শি ভিড় করিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া হো
গরম জলে মশাড়ি তলে কাপড় খুলিয়া,
শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়
শেষ বিদায়ের গোছল দেবে ডলিয়া ডলিয়
তিন টুকড়ো সাদা কাপড় – অন্যরকম সাজ
তিন টুকড়ো সাদা কাপড় – অন্যরকম সাজ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া হো
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া।
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া
মাসজিদের ঐ পালকি খানা উঠোনে রাখিয়া
নাকো কানো তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া
আপন কেহ মুর্ছা যাবে হইয়া হুতাস
আপন কেহ মুর্ছা যাবে হইয়া হুতাস
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
হঠাৎ যদি যাই মরিয়া
পাড়া পড়শি ভিড় করিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া হো
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়।
’কাতার ধরে জানাযা সেরে চার কাঁধে খাটিয়া,
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়
গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া
সাড়ে তিন হাত লম্বা কবর কতই বা আর পাশ
সাড়ে তিন হাত লম্বা কবর কতই বা আর পাশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ।
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *