আম্মু তোমায় বলছি শোন লিরিক্স | হবোই রোজাদার লিরিক্স | HOBOI ROZADAR Lyrics। “হবোই রোজাদার” গোজল গেয়েছেন হুমায়রা আফরিন ইরা। এই গজল লিরিক্স লিখেছেন নুমান আবদুর রহিম। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
Singer: Humayra Afrin Era
Lyrics: Numan Abdur Rahim
Tune: S M Moinul Islam
Song Direction: Hasnahena Afrin
Cast: Farzana Afrin Tamanna
Producer: Abdul Awal
আম্মু তোমায় বলছি শোন লিরিক্স
আম্মু তোমায় বলছি শোন
ভুল করো না আর
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
আম্মু তোমায় বলছি শোন
ভুল করো না আর
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
রাখতে রোজা মনটা আমার
হয় যে বেকারার
রাখতে রোজা মনটা আমার
হয় যে বেকারার
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
হবোই রোজাদার
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
সবার আগে ডাকবে
আমায় প্রতিটি সাহরিতে
ডাকবে মাগো পড়তে
নামাজ রাতের তারাবিতে
সবার আগে ডাকবে আমায়
প্রতিটি সাহরিতে
ডাকবে মাগো পড়তে
নামাজ রাতের তারাবিতে
আমিও চাই প্রিয় হতে মাগো
আমারো আল্লার
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
হবোই রোজাদার
হবোই রোজাদার
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
রাখতে সিয়াম চাইলে
আমি বলছো বারেবারে
হয়নি সময় রাখতে রোজা
থাকতে অনাহারে
আমার নাকি হয়নি
বয়স ছাড়তে পানাহার
আমার প্রতি তোমার
কেন এমন অবিচার
আমার প্রতি তোমার
কেন এমন অবিচার
সবার মতোই আম্মু
আমি মুমিন হতে চাই
মুমিন হয়েই রবের রাহে
জীবনটা সাজাই
সবার মতোই আম্মু আমি
মুমিন হতে চাই
মুমিন হয়েই রবের রাহে
জীবনটা সাজাই
চর্চা যদি না হয় এখন
নামাজ ও রোজার
বাড়লে বয়স ইবাদতে
বসবেনা মন আর
চর্চা যদি না হয় এখন
নামাজ ও রোজার
বাড়লে বয়স ইবাদতে
বসবেনা মন আর
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার
হবোই রোজাদার
সাহরি খেয়ে আমিও
এবার হবোই রোজাদার।
সমাপ্ত
Watch This Gojol Video