ও দেশের ভাইরে গজল লিরিক্স O Desher Vaire Gojol Lyrics

ও দেশের ভাইরে O Desher Vaire Lyrics। “ও দেশের ভাইরে গজল লিরিক্স” গোজল গেয়েছেন শামীম আহমেদ, আহমদ সেলিম, ফজলে রাব্বি, ওমর ফারুক বেলালী, রাকিব মুন্সী। এই গজল লিরিক্স লিখেছেন ******। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।

আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ

ও দেশের ভাইরে গজল লিরিক্স  O Desher Vaire Gojol Lyrics

গজল সম্পর্কে তথ্য
Song : O Desher Vaire Main
Singer : Ainuddin Al Azad Rh. Cover
Singer : Shamim Ahmad , Ahmad Salim , Fazle Rabby , Omar Faruk Belali , Rakib Munshi Lyric & Tune : Ainuddin Al Azad Rh. Sound
Design & Direction : Elias Hasan Record : Fazle Rabby

ও দেশের ভাইরে গজল লিরিক্স

ও দেশের ভাইরে
বলনা কোথায় যায় রে
একটু শান্তি বল
কোথায় গিয়ে পাইরে
ও দেশের ভাইরে
বলনা কোথায় যায় রে
একটু শান্তি বল
কোথায় গিয়ে পাইরে
চারিদিকে শুনি শুধু
নাই কিছু নাই রে
চারিদিকে শুনি শুধু
নাই কিছু নাই রে
ও দেশের ভাইরে
বলনা কোথায় যায় রে
একটু শান্তি বল
কোথায় গিয়ে পাইরে
ও দেশের ভাইরে
বলনা কোথায় যায় রে
একটু শান্তি বল
কোথায় গিয়ে পাইরে
পানির কলে পানি নাই
তাতে কি আসে যায়
বিদ্যুতের খবর নাই
উন্নতির জোয়ার বয়
পানির কলে পানি নাই
তাতে কি আসে যায়
বিদ্যুতের খবর নাই
উন্নতির জোয়ার বয়
সেই জোয়ারে ভেসে ভেসে
দেশ গেল গোল্লাই রে
সেই জোয়ারে ভেসে ভেসে
দেশ গেল গোল্লাই রে
ও দেশের ভাই রে বলনা
কোথায় যায় রে
একটু শান্তি বল
কোথায় গিয়ে পাইরে
আইনের শাসন নাই
অস্ত্র অভাব নাই
খুন করে ন্যাংড়া বাবু,
রাতারাতি ছাড়াও পায়
আইনের শাসন নাই
অস্ত্র অভাব নাই
খুন করে ন্যাংড়া বাবু
রাতারাতি ছাড়াও পায়
বিচারপতির বেদন আছে
বিচার কোথাও নাই রে
বিচারপতির বেদন আছে
বিচার কোথাও নাই রে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
পাম্পে তেল নাই আমাদের বেল নাই।
কয়ার ও জায়গা নাই
শোয়ার ও জায়গা নাই
পাম্পে তেল নাই আমাদের বেল নাই।
কয়ার ও জায়গা নাই
শোয়ার ও জায়গা নাই
শান্তি পেতে হলে দিনের মধ্যে আয়বে
শান্তি পেতে হলে দিনের মধ্যে আয়বে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
আছে ভাই আছে আছে
অনেক কিছুই আছে
অফিসে ঘুস আছে দেওয়ার
মাতো মানুষও আছে
আছে ভাই আছে আছে
অনেক কিছুই আছে
অফিসে ঘুস আছে দেওয়ার
মাতো মানুষও আছে
দুর্নীতির শিষে আছে
আর কি বুঝা যায় রে
দুর্নীতির শিষে আছে
আর কি বুঝা চায় রে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
বাজারটা গরম আছে
যেওনা মাছের কাছে
পেঁয়াজের জাস আছে
মরিচের দাম বেড়েছে
বাজারটা গরম আছে
যেওনা মাছের কাছে
পেঁয়াজের জাস আছে
মরিচের দাম বেড়েছে
বাজারের আগুনেতে
পুড়ে হবি সাইরে
বাজারের আগুনেতে
পুড়ে হবি সাইরে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
চারিদিকে শুনি শুধু
নাই কিছু নাই রে
চারিদিকে শুনি শুধু
নাই কিছু নাই রে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
ও দেশের ভাইরে বলনা
কোথাও যায় রে
একটু শান্তি বলো
কোথাও গিয়ে পাইরে
সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *