যা কিছু আছে তোমার এই ধরাতে লিরিক্স | Ja Kisu Ase tumar Lyrics। “যা কিছু আছে তোমার এই ধরাতে” গোজল গেয়েছেন তাহসিনুল হাসান। এই গজল লিরিক্স লিখেছেন ___। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
গজল সম্পর্কে তথ্য
শিল্পী- তাহসিনুল হাসান
এ্যালবাম- করুণার আঁধার তুমি
শিল্পীগোষ্ঠী- প্রভাতী
যা কিছু আছে তোমার এই ধরাতে লিরিক্স
যা কিছু আছে তোমার এই ধরাতে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
যা কিছু আছে তোমার এই ধরাতে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
যা কিছু আছে তোমার এই ধরাতে
…..ও মন
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
দেখো ভেবে তুমি নিরবে তে
যা কিছু আছে তোমার এই ধরাতে
যা কিছু আছে তোমার এই ধরাতে
,,, ও মন
দেখো ভেবে তুমি নীরবে তে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
ও মন
দেখো ভেবে তুমি নীরবে তে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
যা কিছু আছে তোমার এই ধরাতে
দেখো ভেবে তুমি নীরবে তে
…..ও মন
দেখো ভেবে তুমি নিরবে তে
,,, ও মন
এই ধরাতে যাঁরা এসেছিল
একে এঁকে সবাই ছলে গেল
একে এঁকে সবাই ছলে গেল
এই ধরাতে যাঁরা এসেছিল
এমনিতেই তো হবে তোমার আমার
…..ও মন
এমনিতেই তো হবে তোমার আমার
কেউ বেঁচে রবো না এই ধরাতে
…ওমন
দেখো দেবে তুমি নিরবেতে
এই দুনিয়ার মায়ায় পরি
দেখো ভেবে তুমি নিরবেতে
করেছো কত তুমি বাহাদুরি
এই দুনিয়ার মায়ায় পরি
করেছো কত তুমি বাহাদুরি
দেখো দেবে তুমি নিরবেতে
সবকিছু পড়ে রবে এই ধরাতে
সবকিছু পড়ে রবে এই ধরাতে
চলে যেতে হবে শূন্য হাতে
….ও মন
…..ও মন
দেখো ভেবে তুমি নিরবেতে
বেহুশ হয়ে কেন আছো তুমি
থাকবে কতদিন এই দুনিয়ায়
যাইতে হবে নিয়ে চির বিদায়
থাকবে কতদিন এই দুনিয়ায়
যাইতে হবে নিয়ে চিরবিদায়
বেহুশ হয়ে কেন আছো তুমি
যা কিছু আছে তোমার এই ধরাতে
ওরে অবুঝ মন এই জগতে
….ও মন
…..ও মন
দেখো ভেবে তুমি নিরবেতে
যা কিছু আছে তোমার এই ধরাতে
দেখো ভেবে তুমি নীরবে তে
সব ছেড়ে যেতে হবে শুন্য হাতে
…..ও মন
,,, ও মন
দেখো ভেবে তুমি নীরবে তে
,,, ও মন
সমাপ্ত