মুসিবতে না পাই যদি গজল লিরিক্স | Mosibote Na Pai Jodi Gogol Lyrics। “মুসিবতে না পাই যদি গজল” গোজল গেয়েছেন মুহাম্মদ ইকবাল হোসেন। এই গজল লিরিক্স লিখেছেন মাওলানা ওয়ালিমুল্লাহ আশেকী। আশা করি আপনার এই লিরিক্স পড়ে ভালো লাগবে।
আপনি আমাদের ওয়েবসাইটে গজল লিরিক্স, গান লিরিক্স এবং বিভিন্ন টিপস এবং ট্রিকস পাবেন। এরকম টিপস এবং ট্রিকস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ
![]() |
@Iqbal Hossain Qadri Official |
গজল সম্পর্কে তথ্য
Gojol: Mosibote Na Pai Jodi
Artist: Muhammad Iqbal Hossain
Lyric: Moulana Walimullah Asheki
মুসিবতে না পাই যদি গজল লিরিক্স
মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি
করুনা তোমার
কবরে হাশরে কি হবে আমার
কবরে হাশরে কি হবে আমার।
মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি
করুনা তোমার
কবরে হাশরে কি হবে আমার
কবরে হাশরে কি হবে আমার।
আছি গো ডুবে আমি
পাপেরই সাগরে
না জানি কি হবে
ওপারে হাশরে
আছি গো ডুবে আমি
পাপেরই সাগরে
না জানি কি হবে
ওপারে হাশরে
তোমারই সুপারিশ বিনে
তোমারই সুপারিশ বিনে
কেমনে হবো পার
কবরে হাশরে কি হবে আমার
কবরে হাশরে কি হবে আমার
তুমি তো দিয়েছো
দেখিয়ে আলোর পথ
বলেছো সে পথে
মিলবে রহমত
তুমি তো দিয়েছো
দেখিয়ে আলোর পথ
বলেছো সে পথে
মিলবে রহমত
কেন যে ভুল পথে আমি
কেন যে ভুল পথে আমি
করলাম জীবন পার
কবরে হাশরে কি হবে আমার
কবরে হাশরে কি হবে আমার
মুসিবত না পাই যদি
মুসিবত না পাই যদি
করুনা তোমার
কবরে হাশরে কি হবে আমার
কবরে হাশরে কি হবে আমার।
সমাপ্ত